পিরোজপুরে জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী’র গণসংযোগ
পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী পিরোজপুর শহরে গণসংযোগ করেছেন। শুক্রবার দুপুরে তিনি জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার কার্যালয় থেকে গণসংযোগ শুরু করেন। এসময় তিনি পৌর শহরের ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশলবিনিময় করেন।
মাসুদ সাঈদী পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে।
গণসংযোগকালে পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারী মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, পৌর আমির মো. ইসহাক আলী খান, পৌর সেক্রেটারী মো. আল আমিন সেখ, পৌর সহকারী সেক্রেটারী আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
এসময় মাসুদ সাঈদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট ও সমর্থন দেওয়ার আহবান জানিয়ে বলেন, পিরোজপুরের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আমার বাবার দেখানো আদর্শকে বুকে ধারণ করে আমি এ আসনকে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন, ইনশাআল্লাহ্ আমরা পিরোজপুরকে একটি আদর্শ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলবো।
