পাইকগাছা
পাইকগাছায় জনপ্রিয়তা পাচ্ছে ওলকচু চাষ
কম খরচে বেশি ফলন পাওয়ায় বাণিজ্যিক ভিত্তিক ওলকচুর চাষ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। পাইকগাছা উপজেলার মাটি ওলকচু চাষের উপযোগী। চলতি বছর উপজেলাতে প্রায় ৩ হেক্টর জমিতে ওলকচু চাষাবাদ করেছেন কৃষকরা। জানা গেছে, চৈত্র মাসে জমিতে ওলকচুর বীজ রোপণ করতে হয়। ওলকচুর পূর্ণতা পেতে পুরো ৬ মাস সময় লাগে। সেই হিসেবে জমি থেকে ভাদ্র মাসে ওলকচু উত্তোলন করা যাবে। এ সময়ে ওলকচু চারা ওজনের ৪/৫ গুণ বৃদ্ধি পেয়ে একেকটি ওলকচু ৮/১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। বাণিজ্যিকভাবে চাষাবাদ করা ওলকচু অত্যন্ত সুস্বাদু। কোন রকম গলা জ্বালা করে না। এ কারণে বাজারে এ ফসলের চাহিদা রয়েছে অনেক। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার গদাইপুরবিস্তারিত পড়ুন