পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রবিবার সকালে খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান (পিপিএম সেবা) জেলার শ্রেষ্ঠ ওসি মো. রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। গত জুলাই মাসের মামলা তদন্ত, পরোয়ানার আসামি গ্রেফতার, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইন শৃংখলার উন্নতি অব্যাহত রাখাসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাাকে এ সম্মাননা দেওয়া হয়। এ বিষয়ে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ অর্জন আমাদের থানার সকল অফিসার, পুলিশ সদস্যদের প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলাবাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত।