সাহিত্য
স্মৃতির দেয়াল
বৃষ্টি হয়ে নাই বা ঝড়ে পরলাম তোমার মরুভূমি হৃদয় প্রান্তরে, তবে মেঘ হয়ে ভাসবো! মমতার স্পন্দন সাথে। থাকবে নতুন প্রাণের সূচনা, তোমার স্মৃতির দেয়াল জুড়ে। আঁকা মায়া আল্পনা, স্বপ্ন ক্যানভাসে এলোমেলো রং তুলিতে কার প্রতিচ্ছবি, কখনো অনুভব কর কি? তীব্র অন্তহীন মায়া! তোমার দেয়ালে আয়না জুড়ে এ যে আমার প্রতিবিম্ব। তুমি মানে আমি, আর আমি’ই যে তুমি। খুব যত্নে রেখেছো সত্যি! অথচ হৃদয়ের রক্তক্ষরণ দেখনি আনমনা একাকী আমি, অবলীলায় বড্ড অভিমানী। তোমার কাছে অন্তহীন অপেক্ষা আর এক সমুদ্র ভালবাসা জমা। অতৃপ্ত বাসনা অপূর্ণ, বেদনার নীলে আজ নীলাম্বরী! হয়তো স্বপ্ন ভেঙ্গেছে, অনুভূতি পুড়ে দগ্ধ শুধু মরিচিকা হয়ে আজ আবরন টুকু পড়েবিস্তারিত পড়ুন