বলার মতো কোনো গল্প নেই, শুধু নি:শ্বাসের ঢেউ, আকাশের মেঘেরা আসে যায়, কেউ কেউ থামে না কেউ। শব্দেরা হারায়, হারিয়ে যায়, ভাঙা কথারা চুপ, বলার মতো কিছু নেই আজ, তবু ভরে আছে বুক। পথের ধুলো মাখা সময়, হেঁটে যায় নির্বাক, বলার মতো কোনো গল্প নেই, তবু কথারা থাকে থাক। হয়তো এই নীরবতাই একদিন, গল্প হবে কারও কাছে, বলার মতো কিছু নেই তবু, মনে জমে থাকে।