প্রধান সূচি

মঠবাড়িয়া

মঠবাড়িয়ায় মিকাচর মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় মিকচার মেশিনের নিচে চাপা পড়ে রফিক তালুকদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রফিক উপজেলার ধানীসাফা এলাকার আ. রশিদ তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক তালুকদার বুধবার তার সহকর্মীদের সাথে মিকচার মেশিন নিয়ে মঠবাড়িয়ার পূর্ব ফুলঝুড়ি আকন বাড়ি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের জন্য যান। মসজিদের ঢালাই শেষে আকন বাড়ি থেকে বিকেলে ফেরার পথে আলগী পাতাকাটা ব্রিজ থেকে ঢালে নামার সময় মিকচার মেশিন বহনকারী ঢায়া গাড়িটি উল্টে যায়। এসময় রফিক গাড়ি থেকে ছিটকে গিয়ে একটি দোকানের সাটারের সাথে আঘাতপ্রাপ্ত হন এবং মিকচার মেশিনটি উল্টে রফিকের গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই রফিক মারা যান। খবর পেয়ে পুলিশবিস্তারিত পড়ুন