প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
দিবসটি পালন উপলক্ষে সোমবার জেলা প্রশাসক ও দুযোগ ব্যবস্থপনা অধিদপ্তরের অয়োজনে অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য রিয়াজুল হক রিয়াজসহ ফায়ার সার্ভিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, উদ্দীপন শিশু ও যুব ক্লাবের প্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, এই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্যোগে ক্ষয় ক্ষতির পরিমান কমানো এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস করা ও ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে সচেতন করা। যাতে করে আগামী দিনে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমান কম হয়।
এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’ জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল, র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial