জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারকলিপি প্রদান
জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পিরোজপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা রবিবার সকাল ৯টায় পিরোজপুর সিও অফিস থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর কাছে একটি স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ৫ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে প্রতিনিধি দল পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি পেশ করেন। স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অতীত সরকারের ফ্যাসিবাদী আচরণ, ভোট কারচুপি, দমন-পীড়ন ও রাজনৈতিক বৈষম্যের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।
পেশকৃত ৫ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এ বিষয়ে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারী সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা।
স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা জামায়াতে ইসলামীর আমীর তাফাজ্জল হোসাইন এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে আমাদের এই ৫ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, তারা পরিবর্তন চায়, সুষ্ঠু নির্বাচন চায়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি ইমরান হোসেন, জেলা সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।
