কাউখালীতে ইলিশ ধরায় জেলের কারাদন্ড
সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে পিরোজপুরের কাউখালীতে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে উপজেলার কঁচা নদীতে অভিযান চালিয়ে আটকের পর সাজা দেওয়া হয়।
সাজা পাওয়া জেলে হলেন- বেকুটিয়া গ্রামের আলতাফ ফকিরের ছেলে বেল্লাল ফকির।
মা ইলিশ সংরক্ষণে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
Please follow and like us:
« ১৬ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারকলিপি প্রদান »
