মঠবাড়িয়ায় তারেক রহমানের ৩১ দফা নিয়ে জেলা বিএনপি জনসভা
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের সামনে উপস্থাপন উপলক্ষে জনসভা করেছে নবগঠিত জেলা বিএনপি।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এলিজা জামান, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
পরে উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে পিরোজপুর জেলা বিএনপির নব গঠিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
