বিএনপি’র মূল শক্তি হলো দেশের সাধারণ মানুষ : তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি’র মূল শক্তি হলো দেশের সাধারণ মানুষ। স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ সব সময় বিএনপি’র পক্ষেই রায় দিয়েছে।
সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পঙ্গু হওয়া মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে মোতালেব আকনের বাড়িতে এ ভার্চ্যুয়াল সাক্ষাতের আয়োজন করা হয়।
ভিডিও কনফারেন্সে তারেক রহমান মোতাবেক আকনের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন।
এ সময় তারেক রহমান আরও বলেন, গত ১৭ বছরে অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রামে এবং গত বছরের জুলাই আন্দোলনে এবং এর আগেও অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, অনেকে নির্যাতিত ও পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি বলেন, এখন সময় এসেছে দলীয় মতভেদ কমিয়ে মানুষের মৌলিক সমস্যা সমাধানে প্রতিযোগিতা করার। অনেক হয়েছে আন্দোলন, স্লোগান আর সংঘর্ষ। ভবিষ্যৎ রাজনীতি হবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রতিযোগিতা। এ সময় তিনি স্বাস্থ্যসেবা, কৃষক ও কৃষি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার ওপর জোর দেন।
তারেক রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এজন্য কারও শারীরিক ক্ষতি, পঙ্গুত্ব বা প্রাণহানি হওয়া উচিত নয়।
আগামী দিনে দেশের মানুষ যাদেরকে সুযোগ দিবে তারা যেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারে এমন প্রত্যাশা রাখেন তিনি।
সাক্ষাৎকার অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমারা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ্যাডভোকেট রুহুল কবির রিজভী মোতালেব আকনের হাতে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার স্বপ্নপূরণ নয়, বরং বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি দেশনায়কের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিচ্ছবি। তারেক রহমান বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন সংবেদনশীল, মানবিক এবং স্মৃতিশক্তি সমৃদ্ধ নেতাও।
ভার্চূয়ালী সাক্ষাতে মোতালেব আকন তারেক রহমানকে বলেন, ‘আমি আপনার বাবার সাথে রাজনীতি করেছি। পিরোজপুর টোনা ইউনিয়নে খাল খননের উদ্বোধনের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে আমার পরিচয় হয়। সে সময় থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত হই। আমার জীবনের ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলার। আজ আমার জীবন স্বার্থক। মনে হয় আমি আবার হারানো যৌবন ফিরে পেয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি দীর্ঘজীবি হোন।’
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ নেতা মোতালেব আকন তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক সংবাদে তার এই দীর্ঘদিনের ইচ্ছার কথা উঠে আসলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং ভার্চ্যুয়াল সাক্ষাতের ব্যবস্থা গ্রহণের।
উল্লেখ্য, গত ২০১৪ সালে উপজেলা নির্বাচনের আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় আহত হন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোতালেব আকন। বর্তমানে তিনি পঙ্গুত্ব অবস্থায় জীবন যাপন করছেন।
