সাবেক ছাত্রদল নেতা বাবুর আবেগঘন বক্তব্য …
পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়। শুক্রবার জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নির্যাতিত জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক খাইরুল ইসলাম বাবু। এসময় কান্না জড়িত কন্ঠে তার বক্তব্যে সভাস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাবেক ছাত্রদল নেতা খাইরুল ইসলাম বাবু’র আবেগঘন সেই বক্তব্য ভাইরাল হয় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বক্তব্য রাখার একপর্যায়ে খাইরুল ইসলাম বাবু কান্নাজরিত কন্ঠে বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন, বিচারপতির বাড়ি ভাংচুর, বিস্ফোরক মামলাসহ এক ডজনের অধিক মামলা দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। আমরা যখন রাজনৈতিক মিথ্যা মামলায় জেলে ছিলাম, তখন পরিবারের সদস্যরাও দেখা করার সুযোগ পাননি। কিন্তু জেলা আইনজীবী ফোরামের নেতারাই ছিল একমাত্র ভরসা। তারা নিয়মিত খোঁজ নিয়েছেন, আইনী সহায়তা দিয়েছেন এবং মুক্তির জন্য নিরলস চেষ্টা করেছেন। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাবু বক্তব্যে আরো বলেন, আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে বড় পরিসরে দেখতে চাই। আমি জাতীয়তাবাদীতে এতই বিশ্বাসী, এতই পাগল, আমরা ছোটবেলাতে দেখেছি আওয়ামী লীগ কোথাও নির্বাচনে গেলে প্যানেলসহ জয়ীহয়। আমারও ইচ্ছা বিএনপি কোথাও নির্বাচনে গেলে প্যানেলসহ জয়ী হবে। আগামীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলসহ বিজয়ী হবে এই আশা ব্যক্ত করছি।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল কিসমত বলেন, ছাত্রদলের সাবেক নেতা খায়রুল ইসলাম বাবু দলের জন্য নিবেদিত ও পরিক্ষিত একজন সৈনিক।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নিজামউদ্দিন সরদার। বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকন, অ্যাভোকেট সৈয়দ ছাব্বির আহমেদ, অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা প্রমুখ।
