পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
পিরোজপুরে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পিরোজপুর সদর উপজেলা শাখা উদ্যোগে রবিবার পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে।
কর্মবিরতি চলাকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের পিরোজপুর জেলা সভাপতি মো. সাগর সিকদার বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃর্নমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগবিধি সংশোধন, ইনসার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডসহ ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ইপিআই, আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।
এসময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ পাল, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান খান, প্রছার সম্পাদক সালমা সুলতানা, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, সদস্য মরিয়স খানমসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
