পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দৃষ্টি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগতমান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের অবদান অনন্য। ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
