পিরোজপুরে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
পিরোজপুরে সমকাল আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
রানারআপ হয়েছে পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়। চুড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে রানার আপ দলের দলনেতা সাফওয়ান মল্লিক।
চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন- ইমতিয়াজ আহম্মেদ তাওসীফ, অনিরুদ্ধ মজুমদার, মুসা ইসলাম সবুজ এবং রানার আপ দলে ছিলেন- সাফওয়ান মল্লিক, মো. আহনাফ ইসলাম খান, মো. সাবিদ রহমান।
শুক্রবার (৩ অক্টোবর) পিরোজপুর সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত বিএফএফ-সমকাল ১১তম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৭টি বিদ্যালয় অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী অন্য বিদ্যালয়গুলো হল- পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পুখরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় এবং স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমি।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক ও অতিথিবৃন্দ।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম।
সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি সহযোগী অধ্যাপক এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিশেষ অতিথি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার, গ্রীণ ফোর্সের সভাপতি মাঈনুল আহসান মুন্না।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. পারভেজ আকন। অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ জেলা শাখার সহ-সভাপতি মো. মনিরুল আলম সেলিম।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, পিরোজপুর সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহীন রেজা, সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম, পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক শাহানা আকতার, প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম পলাশ, সহকারী শিক্ষিকা অদিতি মন্ডল। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মাঈনুল আহসান মুন্না।
অনুষ্ঠানে পিরোজপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মেহেদী হাসান, পিরোজপুর সুহৃদ সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক মনি শংকর, অমিত বিশ্বাস, সাহিত্য সম্পাদক লীলা দেউরীসহ সুহৃদ সমাবেশের সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা বিতর্ক প্রতিযোগিতা আয়োজকদের ধন্যবাদি জানিয়ে বলেন, বিজ্ঞানের ইতিবাচক চর্চাকে আন্দোলনে রূপ দিয়ে এ আয়োজন অব্যাহত রাখতে হবে। সুখী-সমৃদ্ধশালী দেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। উন্নত দেশের জন্য প্রয়োজন সৃজনশীল নাগরিক আর সৃজনশীল নাগরিক হতে হলে বর্তমান প্রজন্মকে অনুসন্ধানী ও জ্ঞানপিপাসু হতে হবে। সমকালের এ আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কুংসংস্কার, সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক বলেন, বিতর্ক চর্চার মধ্যে থাকলে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের সামনের দিকে আরও সাফল্যতা পায়। কেননা উচ্চ শিক্ষা গ্রহণ, বিবিএস পরীক্ষা থেকে শুরু করে ভাল চাকুরী লাভের ক্ষেত্রেও একজন বিতার্কিক এগিয়ে থাকে। সেক্ষেত্রে একজন বিতার্তিককে মন ও মননের সঙ্গে বিজ্ঞানকে সম্পৃক্ত করতে হবে।
