প্রধান সূচি

দুই হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নাশকতা মামলায় ফের গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া সাংবাদিক কন্যা উর্মি (১০) ও যুবতী তন্বী আক্তার (২৩) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছগির আকনকে (৪৬) নাশকতা মামলায় ফের গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের একটি টিম পিরোজপুর শহরের মাছিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছগির মঠবাড়িয়া উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের মৃত কুদ্দুস আকনের ছেলে।
মঙ্গলবার পিরোজপুর আদালত থেকে উর্মি হত্যা মামলার হাজিরা দিয়ে বেড়িয়ে যাওয়ার সময় ছগিরকে গ্রেফতার হয়।
জানা গেছে, সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার করিম আকন বাজারে বিএনপি অফিস পুড়িয়ে দেয় নিষিদ্ধ করা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান গত ২৫ আগস্ট মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ছগির এ মামলার এজাহার নামীয় ২৮ নম্বর আসামি।
২০১৭ সালে মঠাবড়িয়ার সাংবাদিক জুলফিকার আমীন সোহেলের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে ঊর্মীকে ধর্ষণ শেষে হত্যা করে পরিত্যাক্ত বাগানের নালার মধ্যে ফেলে রাখে। তিনদিন পর নিহত ঊর্মি গলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে, ২০২২ সালে তন্বী আক্তারকে জবাই করে হত্যা করে পরিত্যাক্ত বাগানে ফেলে রাখে ছগির। একদিন পর বাগান থেকে নিহত তন্বীর লাশ উদ্ধার করে পুলিশ।
এ দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছগির আকন। মামলা দুটি পিরোজপুর নারী ও শিশু আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতার অভিযানে অংশ নেয়া পিরোজপুর ডিবি পুলিশের এসআই মো. খায়রুল হাসান বলেন, মঠবাড়িয়া থানায় দায়ের করা নাশকতা মামলায় গ্রেফতার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছগির দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। মঙ্গলবার একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে অভিনব কায়দায় পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নাশকতা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial