পিরোজপুরে আসমা হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন
পিরোজপুরের ভান্ডারিয়ায় পুত্রবধূ কর্তৃক শাশুড়ী আসমা আক্তারকে (৪৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় পিরোজপুর শহরের আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে নিহত আসমা আক্তারের ছেলে শরিফুল ইসলাম বলেন, আমার বড় ভাই প্রবাসে থাকেন। তার স্ত্রী জান্নাতি আক্তার আমার ফুফাত ভাই কালাম হাওলাদারের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। আমার মা আসমা আক্তার বিষয়টি জেনে যাওয়ায় ভাইয়ের স্ত্রী জান্নাতি ও ফুফাত ভাই কালাম আমার মাকে কুপিয়ে হত্যা করে। আমরা জান্নাতি ও কালামের ফাঁসির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। যা ভুক্তভোগী পরিবারের জন্য চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
