প্রধান সূচি

নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা, মালিখালী ও শাখাঁরীকাঠী ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখারিকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে ও বিএনপির যুগ্ম আহবায়ক মো. তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনমত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির সদস্য এম. আনোয়ারুল ইসলাম পলাশ, নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মিজানুল রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম মাজেদুল কবীর রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান শরীফ,
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, মো. তাওহীদুল ইসলাম ফরাজী, ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব মো. তারেক আবদুল্লাহ বাপ্পি প্রমুখ।
সমাবশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। তারা আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial