প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন

নিয়োগ বিধি সংশোধন, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদপ্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
মঠবাড়িয়া উপজেলা হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীনামা বস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নিলুফার ইয়াসমিন ও স্বাস্থ্য পরিদর্শক মো. নাসির উদ্দিন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭৯ সালে আমাদের স্বাস্থ্য সহকারী পদটি সৃষ্টি হয়। তখন থেকেই দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ চার দশকের বেশী সময় ধরে তারা প্রথম সারির যোদ্ধা হিসেবে জনগণের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের বেতন কাঠামোতে রয়েছে চরম বৈষম্য। এছাড়া পদেও কোন পরিবর্তন হয়নি। বক্তারা অনতিবিলম্বে তাদের দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial