প্রধান সূচি

স্কুল ছাত্র তামিম হত্যাকারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিতে কাজ করবে পুলিশ : খাঁন মুহাম্মদ আবু নাসের

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেছেন, পিরোজপুরের মঠবাড়িয়ায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র তামিম হত্যাকারীদের সর্বোচ্চ বিচার নিশ্চিতে প্রয়োজনীয় কাজ করবে পুলিশ। স্কুল ছাত্র তামিম হত্যাকারীদের কোন ছাড় দেয়া হবে না।
রবিবার দুপুরে তামিম হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, ইতোমধ্যে ক্লুলেজ হত্যাকন্ডটির রহস্য উদঘাটন করা হয়েছে এবং থানা পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতার ও ইজিবাইকটি উদ্ধারে কাজ করছে থানা পুলিশ।
এসময় মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিন ও নিহত স্কুল ছাত্র তামিমের মা-বাবাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত ৭ মে মঠবাড়িয়া পৌরসভাধীন ১৭৫নং দক্ষিণ মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ও ৩নং ওয়ার্ডের নবীনগর এলাকার দিনমজুর ইয়াকুব আলী হাওলাদারের একমাত্র ছেলে তামিমকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে থানা পুলিশ মোবাইল ট্রাকিংসহ বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয় এবং ১৩ মে রাতে পাশর্^বর্তী পাথরঘাটা উপজেলার কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূলহোতা রিয়াজ হাওলাদারকে গ্রেফতার করে। পরে রিয়াজের স্বীকারোক্তি অনুযায়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী এলাকা থেকে সহযোগী রমজানকে গ্রেফতার করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial