প্রধান সূচি

বাগেরহাটে গৃহবধূকে মারধর : ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটে সদর উপজেলার কুলিয়াদাইড় গ্রামে হালিমা বেগম (৩৫) নামে এক নারীকে মারধর ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী অনন্ত রাজবংশী তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে মারধর করেন।
শুক্রবার বিকেলে ওই নারীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে প্রভাবশালী অনন্ত রাজবংশী পালিয়ে যায়। পরে স্থানীয়রা হালিমা বেগম নামের ওই নারীকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন হালিমা বেগম বলেন, কয়েক মাস আগে আমার স্বামী মনির সন্তানদের ফেলে অন্যত্র চলে যায়। যার ফলে দুই সন্তান নিয়ে খুবই অসহায় জীবনযাপন করছিলাম। এই সুযোগে প্রভাবশালী অনন্ত রাজবংশী আমাকে বিরক্ত করতো। শুক্রবার আমার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে এবং আমাকে মারধর করে। এসব ঘটনা কাউকে না বলার জন্য এবং কোথাও অভিযোগ দিলে তার কিছু হবে না বলে হুমকি দেয়। আমি আমার ওপর হওয়া অন্যায়ের বিচার চাই।
এ বিষয়ে কথা বলার জন্য অন্তত রাজবংশীকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মারধরের শিকার ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে তার খোঁজখবর নিয়েছি। মারধরকারীর বিচারের দাবিতে এলাকার লোকজন পুলিশ সুপারের সাথে দেখা করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক সঠিক বিচার নিশ্চিত করা হবে।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.