প্রধান সূচি

মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু : দেশব্যাপী নৌপথে অচলাবস্থার সৃষ্টি

মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালন শুরু হয়েছে। চাঁদপুরে কার্গো জাহাজে খুন হওয়া শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা এবং দেশের সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজী ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ায় বৃহস্পতিবার মধ্যরাত (২৬ ডিসেম্বর ১২টা ১মিনিট) থেকে এ কর্মবিরতি পালন শুরু করেছেন নৌযান শ্রমিকেরা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, সকল ধরণের পণ্যবাহী, তেল-গ্যাসবাহী ও বালুবাহী নৌযানের শ্রমিকেরা লাগাতার এ কর্মবিরতি শুরু করেছেন। তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি পালন অব্যাহত থাকবে। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরণের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানান তারা।
বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে দেশব্যাপী নৌযান চলাচল, পণ্য পরিবহন ও বোঝাই-খালাসের কাজ বন্ধ হয়ে যাবে। এতে সারাদেশের নৌযান সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হবে। আর এর দায়ভার সরকারকেই নিতে হবে। কারণ এর আগে আমরা এ দাবী পূরণে আল্টিমেটামও দিয়েছিলাম, তাতে কর্ণপাত করেনি সরকার। সরকার তাৎক্ষণিক দাবী বাস্তবায়ন করলে আজ দেশের নৌপথে এই অচলাবস্থার সৃষ্টি হতো না বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে এ দাবীতে গত কয়েকদিন ধরে মানববন্ধন, বিক্ষোভ ও পথসভা করে লাগাতার কর্মবিরতি পালনের আল্টিমেটাম দিয়ে আসছিলেন নৌযান শ্রমিকেরা।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.