প্রধান সূচি

ভান্ডারিয়া ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প অবহিতকরণ সভা

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় পর্যায়ে তরুণ তরুণীদের দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষে সিঙ্গাপুর ভিত্তিক দাতা সংস্থা ‘টিকটক’ এর আর্থিক সহায়তায় পিরোজপুরের ভান্ডারিয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্লাইমেট রেজিলিয়েন্স এন্টারপ্রিনিউরশিপ প্রোগ্রাম ফর ইয়ুথ-লেড বিজনেস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে ব্র্যাক জেলা সমন্বয়ক মো. হাসিবুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন আরাফাত রানা।
এসময় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ আনওয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মসূচির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পের অধীন ভান্ডারিয়া উপজেলায় ৫০ জন যুব নারী-পুরুষকে উদ্যোক্তা তৈরীর প্রশিক্ষণ প্রদান এবং মেন্টরিং এর মাধ্যমে ব্যবসা স্থাপনে সহায়তা করা হবে।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.