পিরোজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের একটি ধর্ষণ মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামীর উপস্থিতিতে ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত বারেক মৃধার ছেলে শামীম মৃধা।
আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ভিকটিম লামিয়া আকতার (১৫) ২০২২ সালের ১১জুন স্কুল ছুটির পর বাড়ী ফিরছিল। দন্ডিত আসামী শামীম মৃধা পথিমধ্যে লামিয়ার পথরোধ করে মুখ চেপে ধরে ওই গ্রামের জনৈক নাসির উদ্দিনের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। বাড়ী ফিরে লামিয়া বিষয়টি তার মা বিউটি বেগমকে জানালে পরদিন ১২ জুন বিউটি বেগম ভান্ডারিয়া থানায় শামীমকে আসামী করে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন। পরে একই বছরের ১৬ জুন ঢাকার উত্তরা থেকে র্যাব শামীম মৃধাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। মামলায় সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হলে মঙ্গলবার আদালত রায় দেন।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রহিমা আকতার হাসি এবং আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল ও খায়রুল বাশার শামীম।