ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল গৃহবধূর
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধু নিহত হয়েছে। ঢাকা-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কলেজ মোড় এলাকায় শুক্রবার দুপুরে রাস্তা পারাপারের সময় পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গৃহবধু বানেছা বেগম (৫৭) গুরুতর আহত হন। পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ঝালকাঠী উপজেলার রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের পল্লী চিকিৎসক আ. মালেক এর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভান্ডারিয়া কলেজ মোড়ে বানেছা বেগম তার ছোট বোনের বাড়ীতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়েং পালকি পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।