অতিরিক্ত পরীক্ষা ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ : অবস্থান ধর্মঘট
অতিরিক্ত পরীক্ষা ফি আদায়ের প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়ায় থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
বুধবার সকালে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পোনা সেতু পার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা ¯েøাগান দিতে থাকে ‘শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ কর, করতে হবে’।
এসময় ৮ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, ঝরণা, সিনথিয়া, নিশাত ও জেমি অভিযোগ করে বলেন, ইতিপূর্বে অর্ধবার্ষিক পরীক্ষা ফি বাবদ তারা ৫শ’ টাকা করে পরিশোধ করেছে। ৪টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে পরীক্ষা বন্ধ হয়ে যায়। বর্তমানে বার্ষিক পরীক্ষায় আবার ৫শ টাকা ধার্য করেছে। পূর্বে টাকাও সমন্বয় করা হয়নি।
শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনকালে উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত বিদ্যালয়ের সভাপতি ইয়াসিন আরাফাত রানা উপস্থিত হয়ে বিষয়টি দ্রæত নিষ্পত্তি করা হবে বলে শিক্ষার্থীদের আশ^স্ত করলে শিক্ষার্থীরা ফিরে যায়।
ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ে ৬৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বাকী পড়েছে, তাই পরীক্ষার ফি বাবদ ৪শ’ টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ ১শ’ মোট ৫শ’ টাকা ধার্য করা হয়েছে। ওই অতিরিক্ত অর্থ দিয়ে বিদ্যালয়ের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।