প্রধান সূচি

ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই : গ্রেপ্তার-২

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌর এলাকায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- পৌর শহরের ৫নং ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (১৮) এবং একই এলাকার মো. কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার (১৯)।
মামলা সূত্রে জানা যায় যে, পৌর শহরের মো. হারুন জোমাদ্দারের ছেলে মো. সুমন জোমাদ্দার সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের ন্যায় ভান্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া বাড়ীতে পৌঁছামাত্র ওৎ পেতে থাকা ৪/৫ জনের একদল দুর্বৃত্ত সুমনকে লক্ষ করে তার ছোখে মরিচের গুড়া ছিটিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এসময় সে একজনকে ঝাপটে ধরলে অপর ছিনতাইকারীরা তাকে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে। এসময় সুমনের ডাক চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ব্যবসায়ী সুমনের স্ত্রী লাভলী আক্তার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ আনওয়ার জানান, ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দা জব্দ করা হয়েছে। দুই আসামীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.