প্রধান সূচি

ভান্ডারিয়ার বিএনপি নেতার অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধ কর্মকান্ডের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির নেতা মনির আকনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সোমবার দুপুরে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে জাতীয় পতাকা, আবু সাইদ, মুগ্ধের ছবি সম্বলিত প্লাকার্ড ও উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের একটি কুশপুত্তলিকাসহ ঝাড়– হাতে মিছিল বের হয়। মছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে মনির আকনের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা ও ভান্ডরিয়া সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা মো. আক্তারুজ্জামান কানন সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র নেতা ছাত্র নেতা মো. হেমায়েত হাওলাদার, মো. সিদ্দিক জোমাদ্দার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের পর থেকে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষের ওপর হামলা ও মিথ্যা মামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাকে দ্রæত আইনের আওতায় আনা ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. আলমগীর হোসেন বলেন, আমাদের দলের আভ্যন্তরীন কোন বিষয় থাকলে সেটা যারা মিছিল করেছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। দলের কোন লোক কারো বিরুদ্ধে মিছিল করতে পারে না। প্রয়োজনীয় এবং জাতীয় বিষয় ছাড়া কোন মিছিল করা যাবে না। আমাদের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানালে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। মিছিলে যদি দলীয় কোন নেতাকর্মী থেকে থাকেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। আপমান অপদস্ত করার জন্য দল কাউকে দায়িত্ব দেয়নি।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.