প্রধান সূচি

পিরোজপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ

পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ছালাম বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চলনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বরিশাল বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বেগম এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, জেলা বিএনপি ১নং সদস্য এডভোকেট আবুল কালাম আকন, এডভোকেট নুরুল ইসলাম সরদার শাহাজাহান, হাসানুল কবির লিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কর্তৃক হাজার হাজার বিএনপি নেতা কর্মী গুম, খুন, পিলখানা হত্যাকান্ড, শাপলা চত্ত¡রে হত্যা করেছে। তারা ব্যাংক লুট, অর্থপাচার, ব্যাপক দুর্নীতি করেছে। কোটা বাতিল আন্দোলনে সহ¯্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। হাসিনা সরকারের আমলে হওয়া সকল হত্যা এবং তাদের অপকর্মের বিচার করা হবে।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.