প্রধান সূচি

ভারত থেকে দেশে এসেছে পান্নার মরদেহ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। শনিবার দুপুরে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এ সময় সেখানে উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ইসহাক আলী খান পান্নার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রাণালয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার মেঘালয় পুলিশ পান্নার মরদেহ তামাবিল বর্ডার দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় নিহত পান্নার ভাতিজা মো. কামরুজ্জামান খান নাবিল উপস্থিত ছিলেন।
পান্নার নিকটাত্মীয় জসিম উদ্দিন খান জানান, শনিবার রাতে এশার নামাজের পরে বনানী কবরস্থান মসজিদে পান্নার জানাজা নামাজ শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মারা যান ইসহাক আলী খান পান্না। ২৬ আগস্ট ভারতের ভেতরে মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.