প্রধান সূচি

যুক্তরাজ্যে আজ সাধারণ নির্বাচন : লড়ছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। এবারের নির্বাচনে ১৪ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত রেকর্ড ৩৪ প্রার্থী অংশ নিচ্ছেন।
বিবিসি জানিয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যের ৬৫০টি সংসদীয় আসনে সাড়ে ৪ কোটি ভোটারের রায় নিতে এবার নির্বাচনে লড়ছেন সাড়ে ৪ হাজার প্রার্থী। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন ৩৪ জন, যাদের মধ্যে চারজন শেষ সংসদে এমপি ছিলেন। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ১৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ভোটে লড়েছিলেন।
এবার বিরোধী দল লেবার পার্টি থেকে ৮ জন, ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ৬ জন, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১১ জন ব্রিটিশ বাংলাদেশি। এসব প্রার্থীকে ঘিরে যুক্তরাজ্যের ১০ লাখ ব্রিটিশ-বাংলাদেশির মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সংসদ সদস্য হিসেবে হ্যাটট্রিক জয় পেতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবার লড়ছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে। ২০১৫ এবং ২০১৯ সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন টিউলিপ। লেবার পার্টি ক্ষমতায় আসলে টিউলিপ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস গড়তে পারেন।
অর্থনীতিসহ নানা সংকট উতরাতে আগামী ৫ বছরের জন্য নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে যুক্তরাজ্য। নির্বাচনে যুক্তরাজ্যের রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত আসছে। জরিপ ফলাফল বলছে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় ফিরছে লেবার পার্টি।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.