প্রধান সূচি

পিরোজপুরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা : শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে পূর্ব শত্রæতার জের ধরে সৈয়দ রাসেল (২২) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে হামলায় আহত রাসেল রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত রাসেল পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাসেল ও তার বন্ধুরা। এর জের ধরে রাসেলের উপর প্রতিশোধ নিতে বিভিন্ন সময়ে রাসেলেকে অনুসরণ করতে থাকে তারা।
নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেনের সাথে তার বাড়িতে দেখা করে ফিরছিল। ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে লাটিসোটা নিয়ে রাসেলের উপর হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা রাসেলকে জিআইপ পাইপ, লোহার রড় দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে রাসেলের মৃত্যু হয়।
এদিকে, কলেজ ছাত্র রাসেল হত্যার বিচার দাবীতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার সহপাঠিরা। গতকাল বুধবার শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজুপর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সরদার জিয়াউল আহসান টিপু, বশির সিকদার প্রমুখ।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, এ ঘটনায় নিহত রাসেলের বোন মায়া আক্তার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার পরে অভিযান চালিয়ে প্রধান আসামী মো. রিয়াজুল (১৭) এবং মিরাজুল (২০)কে বুধবার সকালে ঢাকার শ্যামলী থেকে গ্রেফতার করেছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.