প্রধান সূচি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে মহিউদ্দিন মহারাজের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পাঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ।
এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের মাফফেরাত কামনায় ফাতেয়া পাঠ ও দোয়া মোনাজাত করেন।
আজ মঙ্গলবার মহিউদ্দিন মহারাজ দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং তার সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন।

এসময় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভান্ডারিয়া পৌরসভার মেয়র মো. ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক একেএম আউয়াল, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য বাবলু জোমাদ্দার, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিনসহ ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.