প্রধান সূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের, মানুষের ও ইসলামের অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছেন : মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম। জাতির জনক বঙ্গবন্ধু তার সল্প সময়ের শাসনামলে ইসলামী ফাউন্ডেশন, কাকরাইল মসজিদ ও ইসতিমার জন্য জমি বরাদ্ধ, ওয়াইসি সম্মেলনে যোগদান, করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারই পথ অনুস্মরণ করে দেশের, মানুষের ও ইসলামের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার সকালে স্বরূপকাঠিতে উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান।
মহিউদ্দিন মহারাজের রাজনৈতিক কার্যালয়ে উপজেলা ইমাম সমিতির আহŸানে উপজেলার ইমামদের এ সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম সমিতির সভাপতি ছারছীনা কামিল মাদ্রাসার মোদারেছ মাওলানা আজম অহিদুল আলম।
সভায় মহিউদ্দিন মহারাজ বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নের বিষয় তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনা মুসলমানদের ধর্মীয় কর্মকান্ডে যে ভূমিকা রেখে চলছেন অতীতে তা কেউই কখনো করেনি। সব উপজেলায় মডেল মসজিদ, কওমী শিক্ষাকে স্মীকৃতি, মাদ্রাসা শিক্ষকদের স্কুল কলেজের সমান মর্যাদা দিয়েছেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে। সর্বত্র ষড়যন্ত্র চলছে, এ থেকে সাবধান থাকতে হবে। ইমামদের একটি কথার মূল্য আনেক বেশি। আপনারা মন থেকে যা বলেছেন তাতে একদিন আমরা আমাদের দেশকে শান্তির জনপদে পরিনত করতে পারবো।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারনণসম্পাদক এসএম মুইদুল ইসলাম, উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ইমাম মাওলানা বোরহান উদ্দিন ছালেহী, কারী মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আল আমিন, মাওলানা আরাফাত রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, হুমায়ুন কবির, তৌহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের ইমামবৃন্দ।






উত্তর দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.