মঠবাড়িয়ায় দলিল লেখক সমিতির কমিটি ঘোষণা
বাংলাদেশ দলিল লেখক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার নব গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মো. আলিউল হাসান নাছির জমাদ্দারকে সভাপতি এবং মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
১৫ সদস্য বিশিষ্ঠ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দেলোয়ার হোসেন আবু সহ-সভাপতি, মো. আশ্রাফ মাসুম জমাদ্দার যুগ্ম সাধারন সম্পাদক, মো. মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক, মো. সাইদুর রহামন কোষাধ্যক্ষ, আজাদ হোসেন জমাদ্দার দপ্তর সম্পাদক, মনিরুজ্জামান জমাদ্দার ধর্ম বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর হোসেন শরীফ প্রচার সম্পাদক, মো. কবির পহলান ক্রিয়া ও সাংস্কৃতি সম্পাদক। এছাড়া আব্দুর খালেক খান, আব্দুর হক হাওলাদার, শহিদুল ইসলাম নান্না, রিপন মন্ডলকে সদস্য করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির নব গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশ্রাফ মাসুম জমাদ্দার।
এসময় দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
