ইন্দুরকানীতে অবশেষে নির্মিত হল দুই উপজেলার সংযোগ সেতু
একযুগ পর নির্মিত হল ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ দুই উপজেলার পথেরহাট সংযোগ সেতু। উপজেলার বালিপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের বলেশ^র খালের উপর এডিবির অর্থায়নে একযুগ আগে সেতুটি নির্মিত হয়েছিল।
কিন্তু ২০০৭ সালে সিডরে সেতুটি বিধ্বস্ত হয়ে গেলে চলাচল বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসী বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করে। সেতুটির পশ্চিম প্রান্তে মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়ন এবং পূর্ব প্রান্তে ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন অবস্থিত। দুই প্রান্তেই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া এই সেতুটি পার হয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ হাজার হাজার লোক চলাফেরা করেন।
একযুগ ধরে সেতুটি বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকলেও এডিবি, এলজিইডি ও ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ধরণা ধরেও কোন কাজ হয়নি। অবশেষে স্থানীয় বালিপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ অর্থবছরের এলজিএসপির (লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট) বরাদ্ধ থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে বর্তমান ২০১৭-২০১৮ অর্থ বছরের শেষের দিকে সেতুটি নির্মাণ কাজ শেষ হয়েছে। সম্প্রতি সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করায় দুই উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।
এ বিষয়ে বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী জানান, একযুগ ধরে দুই উপজেলার সংযোগ সেুতটি বিধ্বস্ত হয়ে পড়ে থাকলেও কোন বিভাগই নির্মাণ করেনি। অবশেষে এলজিএসপির অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, জনগুরুত্বপূর্ণ পথেরহাট সেতুটি দুই উপজেলার সংযোগ সেতু। সেতুটি দীর্ঘ একযুগ পর এলজিএসপির বরাদ্ধ থেকে পুনঃনির্মাণ করা হয়েছে। দুই উপজেলার মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।
