মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইউসুব শরিফ (২৬)কে গ্রেফতার করেছে। ইউসুব রবিবার রাতে ফুলঝুড়ি গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। সে চুরির মামলায় ৪ বছরের সাজা নিয়ে পলাতক ছিল। গ্রেফতারকৃত ইউসুব ওই গ্রামের আব্দুল হক শরিফের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ২০১৭ সালে পিরোজপুর যুগ্ন দায়রা জজ-২ এর আদালতে ইফসুবের বিরুদ্ধে জি.আর ২৯৮/১১ মামলায় ৪ বছরের সাঁজা প্রদান করে। এরপর থেকে সে পলাতক ছিল। গ্রেফতারকৃত ইফসুবকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« চিতলমারীতে একসাথে ভূমিষ্ট হওয়া ৪ শিশু মারা গেছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় প্রতিবন্ধী কিশোরের আত্মহত্যা »
