প্রধান সূচি

ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ঐতিহ্যবাহী ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীন বরণ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন খান, হাসিনা বেগম, মো. গিয়াস উদ্দিন বাবুল, খায়রুন্নাহার রুবী, প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার, দ্বাদশ বর্ষের শিক্ষার্থী কাইজা আক্তার ইফা, মনজিলা আক্তার এবং নবাগত শিক্ষার্থী মনজিলা আক্তার প্রমূখ।

এর আগে কলেজের শিক্ষার্থীরা এবছর একাদশে মানবিকে ২০০, বানিজ্যে ৮০ ও বিজ্ঞান বিভাগে ৩০ জনসহ মোট ৩১০শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়।

উল্ল্যেখ, আধুনিক দক্ষিণ বাংলার রূপকার, জাতীয়পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রগতির জন্য ব্যক্তিগতভাবে ১৯৮৯ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial