পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
পাইকগাছায় নীলাদ্রি (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিশোর নীলাদ্রি উপজেলার সোলাদানা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের পবিত্র কুমার সরদারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, নীলাদ্রি শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বসতবাড়ীর পরিত্যাক্ত একটি ঘরের বাঁশের আড়াই কাঁপড় পেচিয়ে আত্মহত্যা করে। পরে খোঁজা খুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পুলিশের সূরোতহাল রিপোর্ট শেষে তার দাহ সম্পন্ন করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান।
Please follow and like us:
« বাগেরহাটে পবিত্র হজ্ব পালনে প্রশিক্ষণ কর্মশালা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন »
