ভান্ডারিয়ায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত
ভান্ডারিয়া উপজেলায় বুধবার ১৩৩ কেভি ভোল্টের উপজেলা আবাসিক বিদ্যুৎ বিভাগ সরবরাহ ও ওজোপাডিকো লিমিটেডের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে “নবায়ন যোগ্য জ্বালানী, দক্ষতা ও জ্বালানী সংরক্ষন” বিষয় ভিত্তিক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওজোপাডিকো’র আবাসিক প্রকৌশলী মো. দেলায়ার হোসেন খান, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বাবুল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, আমানউল্লা কলেজের প্রভাষক নাসিমা আক্তার, স্কুল শিক্ষক মো. শফিকুল ইসলাম আযাদ, কলেজ শিক্ষার্থী শিতুল মুনা, আয়শা সিদ্দিকা, সানজিদা আক্তার, মাজদিহান আদবিব প্রিতুল, স্কুল শিক্ষার্থী তাওহিদ হাসান, শায়লা সুলতানা, তানহা মনি, রুহিত আল জায়েদ, তাইজুল ইসলাম হাসিদ প্রমূখ।
পরে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
