ইন্দুরকানীতে ৬ লক্ষ টাকা নিয়ে যুবক উধাও ॥ ৭ দিনেও সন্ধান মেলেনি
ইন্দুরকানীতে ৬ লক্ষ টাকা নিয়ে যুবক উধাও হওয়ার ৭ দিনেও তার কোন সন্ধান মেলেনি। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত ২১ জুন উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের সুরাত মোল্লার ছেলে আবুল বাসার মোল্লা (২৫) জমি বিক্রির ৬ লক্ষ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে সে বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এঘটনায় নিখোঁজের পিতা সুরাত মোল্লা গত সোমবার ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সুরাত মোল্লা জানান, গত বৃহস্পতিবার জমি বিক্রির ৬ লক্ষ টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য আমার ছেলে আবুল বাশার মোল্লাকে ইন্দুরকানীতে পাঠাই। কিন্তু সে ব্যাংকে টাকা জমা না দিয়ে কোথায় গেছে তা আমরা জানি না।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, ইন্দুরকানীতে আবুল বাসার মোল্লা নামে এক যুবক নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরী হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।
