ইন্দুরকানীতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইন্দুরকানীতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বিদ্যুৎ ও জ্বালানী কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এমএস ব্রজ গোপাল দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মীর একেএম আবুল খায়ের, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, সাংবাদিক এম আহসানুল ছগির, খান মো. নাসির উদ্দিন, শিক্ষক তপন কুমার, নাসরিন আক্তার প্রমুখ।
বক্তৃতা প্রতিযোগিতায় ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমাম আব্দুল্লাহ হোসাইন প্রথম স্থান, একই বিদ্যালয়ে জাকিয়া নাহার চাঁদনী ২য় এবং সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাজকিয়া আক্তার ৩য় স্থান অধিকার করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
