বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহুরুল ইসলাম, সমাজসেবক অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরূস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়াত উল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
