প্রধান সূচি

কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে শোভাযাত্রা  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। এতে শহরের নানা শ্রেণি পেশার মানুষ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন আক্তার সুমীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, প্রভাষক রবিন মূখোপাধ্যায়, সমাজ সেবক আঃ লতিফ খসরু প্রমুখ।

সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial