প্রধান সূচি

পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা আন্তঃপ্রাথমিক ফুটবল টুর্নামেন্ট

পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা আন্তঃপ্রাথমিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন জোনে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় শহীদ গফুর, শিববাটী, মডেল ও সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়ে গ্রুপে ৮টি টিম অংশগ্রহণ করে। খেলা শেষে ছেলে গ্রুপে মডেল প্রাথমিক বিদ্যালয় ও শহীদ গফুর প্রাথমিক বিদ্যালয় এবং মেয়ে গ্রুপে মডেল প্রাথমিক বিদ্যালয় ও শিববাটী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ হয়।

এর আগে খেলা উদ্বোধন করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, সরল দীঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল আজিজ, শিক্ষক বিজন কান্তি বিশ্বাস, এসএম আমিনুর রহমান লিটু, শিল্পী পারভীন, আফরোজা খানম, মুজিবর রহমান, ফাতেমা খাতুন, সায়রা খাতুন, চন্দনা বিশ্বাস, লক্ষ্মী রানী সেন, অজিত কুমার সানা, শিবপদ সরকার, রাশেদা খানম, রেখা রানী মন্ডল, রিনা রানী বিশ্বাস, ললিতা দেবনাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, রিমি খাতুন ও মুনিরা খাতুন।

খেলা পরিচালনা করেন, শিক্ষক রতেœশ্বর সরকার, আব্দুল কাদের, মহিবুল্লাহ, এনামুল হক ও রাজু আহম্মেদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial