বাগেরহাটে বিএনপি ও যুবদলের বিক্ষোভ সমাবেশ
বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুচিৎকিসা নিশ্চিত ও তার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বে বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান শান্ত, যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিতুষ জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেস হোসেন ডলার, জেলা ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, বিএনপি নেতা আসাফুদৌল্লা জুয়েল, অধ্যাপক ইসমাইল হোসেন, শওকাত হোসেন প্রমুখ।
