প্রধান সূচি

বাগেরহাটে কৃষকসহ দুইজন খুন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় মোকলেছ হাওলাদার (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে মোংলা উপজেলায় ছিনতাইকারীদের গতিরোধ করতে গিয়ে হামলায় আজিজুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
মোড়েলগঞ্জে চরহোগলাবুনিয়া গ্রামে নিজ বাড়ীর পার্শে রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক মোকলেছ হাওলাদারকে তার ভাইয়েরা পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেলে সে মারা যায়।
মোংলার দ্বিগরাজ এলাকায় পুলিশ পরিচয়ে শনিবার রাতে ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালাবার সময় ৩ ছিনতাইকরীর গতিরোধ করলে তাদের হাতে গুরুতর আহত আজিজুল চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা গেছেন।
এ দুটি হত্যাকান্ডের ঘটনায় মোড়েলগঞ্জ ও মোংলা থানা পুলিশ মামলা দায়ের করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial