নেতাজী সুভাষ চন্দ্র বসু পদক পেলেন চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার
কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেনকে ‘সমাজ সেবায়’ নেতাজী সুভাষ চন্দ্র বসু স্বর্ণ পদক প্রদান করেছে বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি।
বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে ঢাকার বাংলাদেশ শিশু-কল্যাণ পরিষদ মিলনায়তনে এক ইফতার, দোয়া মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ১০ জন খ্যাতিমান ব্যাক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি : যুবকের পা বিচ্ছিন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলা বন্দরে ভূয়া সার্টিফিকেট ও কোটায় চাকুরী »
