পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবৎজ্জীবন কারাদন্ড
পিরোজপুরে সোমবার এক মাদক ব্যবসায়ীকে যাবৎজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম এ আদেশ দেন। যাবৎজ্জীবন কারাদন্ড ছাড়াও দন্ডপ্রাপ্ত কামাল সেখকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের অতিরিক্ত কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জুলাই রাতে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার চাকলী গ্রামের সৈয়দ আলী সেখের ছেলে কামাল শেখকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে বরিশাল র্যাব-৮। এ ঘটনায় কামাল শেখকে আসামী করে র্যাব-৮ এর ডিএডি ইসলাম উদ্দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় নিয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র আদালতে দাখিল করেন। মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম এর আদালতে এলে বিচারক ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন এবং কামাল সেখ অপরাধের জড়িত প্রমান হওয়ায় তাকে এ কারাদন্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে এ মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন, আসামী পক্ষে ছিলেন ফাতেমা বেগম লাকী।
