পিরোজপুর জেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের টাউন ক্লাব মাঠে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। তবে প্রচন্ড বৃষ্টির কারণে এক পর্যায়ে দোয়া ও ইফতার অনুষ্ঠান টাউন ক্লাবের মধ্যে স্থানান্তর করা হয়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমানের মালেকের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
দোয়া ও ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট এম এ মান্নান, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং চেম্বার অফ কমার্স সভাপতি মো. মশিউর রহমান মহারাজ, প্রচার সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম মন্টু সিকদারসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
