বাগেরহাটে অগ্নিকান্ডে ফানির্সার দোকান ভষ্মিভুত
বাগেরহাট শহরতলীর দশানী এলাকায় হৃদয় ফার্নিসার নামের একটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফয়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও অগ্নিকান্ডে দোকান ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় দোকানে থাকা বিভিন্ন ফার্নিসার ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোঃ মিজানুর রহমান দাবী করেছেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক বলেন, প্রতিদিনের মত রাত সাড়ে ৯ টার দিকে কাজ শেষে আমি বাসায় চলে যাই। গভীর রাতে দোকানের আশপাশের থাকা এলাকাবাসির মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে দোকানে এসে দেখি দাউ দাউ করে আগুন জলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হলেও তার আগেই আমার দোকানে থাকা প্রায় ১৩০ সিএফটি কাঠ, কাজ করার আধুনিক যন্ত্রপাতি, দুটি বাইসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সব হারিয়ে আমি এখন পথের ফকির।
বাগেরহাট ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক সর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
